News

Congue iure curabitur incididunt consequat

আসছে মুভি অব দ্য প্ল্যানেট ‘লিলিথ’

[কামরুল হাসান নাসিমের চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত  চলচ্চিত্র ‘লিলিথ”  নিয়ে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার প্রতিবেদন ।]

কামরুল হাসান নাসিমের চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত হচ্ছে চলচ্চিত্র ‘লিলিথ’। চলচ্চিত্রটিতে জুটি বেঁধেছেন সময়ের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী আরমান পারভেজ মুরাদ ও অপর্ণা ঘোষ।

চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নির্মাতা নিজেই। চলতি বছর ১৮ মার্চ থেকে ১০ এপ্রিল পর্যন্ত ঢাকার অদূরে পুবাইল, ভোগরা, গাজিপুর ও রাজধানীর বিভিন্ন লোকেশনে চলচ্চিত্রটির চিত্রায়ণ হয়।

নির্মাতা জানান, ইতিমধ্যেই চলচ্চিত্রটির ৯০ শতাংশ চিত্রায়ণ সম্পন্ন হয়েছে। পাশাপাশি সম্পাদনার টেবিলেও প্রস্তুত হচ্ছে চলচ্চিত্রটি।  যথাযথ নির্মাণ সম্পন্ন করে চলতি বছরই দর্শকের সামনে উপস্থিত হবে এটি।

প্রাচীন উপাখ্যানের এক রহস্যময় চরিত্রের নাম ‘লিলিথ’। এটিকে উপজীব্য করে চলচ্চিত্র নির্মাণ প্রসঙ্গে নির্মাতা নাসিম বলেন, “এ গল্পের মধ্য দিয়ে মানব সভ্যতায় অশরীরী দিক, পুরুষতান্ত্রিকতা, ভয়, জীবন- মৃত্যু, ষড়রিপু, প্রতিবাদ ও বাস্তবতার নানা দিক ধরা দেবে। প্রাথমিকভাবে এটিকে হরর ফিল্ম মনে হলেও আসলে শেষ পর্যন্ত একটি আধ্যাত্মিক উচ্ছ্বাসে ভাসবেন দর্শক। ‘লিলিথ’ বাংলাদেশ সহ সারা বিশ্বের চিন্তাশীল জনশ্রেণির জন্য নির্মিত সিনেমা। এ কারণেই  ‘লিলিথ’-কে আমরা বলতে চাই মুভি অব দ্য প্ল্যানেট।”

চলচ্চিত্রটিতে একটি পত্রিকার সম্পাদকের চরিত্রে অভিনয় করেছেন অপর্ণা ঘোষ। তার স্বামী ঔপন্যাসিক তুষারের চরিত্রে অভিনয় করেছেন আরমান পারভেজ মুরাদ ।

অপর্ণা বললেন, “মিথের চরিত্র ‘লিলিথ’ সম্পর্কে আমার আগে থেকেই ধারণা ছিল। ফলে চিত্রনাট্যটি যখন হাতে পাই তখনই রাজি হই। এটি আসলে গতানুগতিক চলচ্চিত্রের মতো নয়, অনেকটাই দার্শনিক ভ্রমণ বলা চলে। কাজটি করে আমি বেশ তৃপ্ত। এর প্রতিটি ডায়ালগ থেকেই দর্শক চিন্তার খোরাক পাবেন।”

মুরাদ পারভেজ বললেন, “খুবই নতুন ধরনের কাজ। মানুষ যেন আরও বেশি মানবিক হয়ে উঠতে পারে সে ক্ষেত্রে চলচ্চিত্রটি ভূমিকা রাখবে বলে আশা করছি। সব মিলিয়ে কাজটা করে ভালো লেগেছে। ভারী সংলাপ, নতুন গল্প, নাসিম ভাইর লেখার হাত খুব ভালো। আর আমার কো আর্টিস্ট অপর্ণাতো দারুণ।”

চলচ্চিত্রটিতে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন-আয়েশা এরিন, ইন্দ্রনীল ছেত্রী, মেহরাব পিয়াস, জাভেদ ওমর, শীমুল চৌধুরী, লরিন খান, এনামুল হক প্রমুখ।

5 Comments

  1. Alex TM
    April 1, 2015 at 20:27
    Reply

    Dolorum nascetur quibusdam bibendum nesciunt torquent vehicula, nostra? Nisl? Excepteur repellat provident, laboriosam! Nullam vel.

    • Alex TM
      April 1, 2015 at 20:28
      Reply

      Corporis quasi dicta voluptates, rerum vero eos quaerat, quo aliqua voluptates suspendisse quod tempus! Interdum.

      • Alex TM
        April 1, 2015 at 20:28
        Reply

        Egestas molestias erat impedit blanditiis quam, proident rutrum iste? Illum? Aenean proin. Nostrum pretium, commodi.

Leave a Reply

Close
Close