Blog

আমাদের সম্পর্কে…

আর্থ-সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও আধ্যাত্মিক বলয়ের গবেষণা ঘিরে মোট  সতেরটি অঙ্গনের সমন্বিত কর্মক্ষেত্র “কে এইচ এন সেক্রেটারিয়েট”। যার কর্ণধার কামরুল হাসান নাসিম। অপর নাম ঈশ্বরমিত্র।  যিনি নিজেকে অতি সাধারণ সত্তা বলে দাবী করলেও তিনি একাধারে কবি,সাহিত্যিক, দার্শনিক, রাজনীতিক, আবৃত্তিকার, নির্মাতা,গবেষক, চিত্রশিল্পী হওয়াসহ নানা অঙ্গনের কৃতি বাসিন্দা। সতের ছাড়িয়ে বাইশে যেয়ে ঠেকতে পারে তাঁর অঙ্গন। একটা সময় স্পষ্ট হবে যে, বাংলাদেশের এই নাগরিক কোন কোন অঙ্গনে বিশ্বসেরা হয়েছিলেন।  পেশায় সাংবাদিক। যান্ত্রিক জীবনকে সুখময় করতে সমাজের মানুষ হিসাবে ব্যবসা জীবনও রয়েছে, রয়েছে পরামর্শক হয়ে কর্মজীবন পার করার দিকও। 

এদিকে কয়েকটি অঙ্গনে বিশ্বসেরা পর্যায়ের বহুমুখী প্রতিভার অধিকারী কামরুল হাসান নাসিম এর আপন ও বৈশ্বিক কর্মের প্লাটফর্মও বলা যায় এই কেএইচএন সেক্রেটারিয়েট কে।  পৃথিবী নামক গ্রহ, মহাকাশ, বাংলাদেশ সহ আন্তর্জাতিক বিভিন্ন বিষয় তাঁর গবেষণার অন্যতম অনুষঙ্গ। তিনি ১৭টি অঙ্গনে কাজ করলেও গবেষণা করছেন ৫১টি বিষয় নিয়ে । তাঁর সেই সকল কর্মকান্ড ও গবেষণার প্রতিপাদ্য বিষয় তুলে ধরা হয় এখানে। ভার্চুয়াল আবহে সক্রিয় থাকার চেষ্টা করা হচ্ছে এই ওয়েব থেকে। তবে এই বিশ্বের জন্য কেএইচএন সেক্রেটারিয়েট কে একটি আদর্শ প্রতিষ্ঠান হিসাবে দেখার সুযোগ আছে।  


কামরুল হাসান নাসিম সব ধরনের মিথ্যা, ভনিতা বা প্রহসনের বিরুদ্ধে এক বিপ্লবী নাম। প্রচলিত সব রুগ্ন ও দুষ্টু ধারার বিপরীত স্রোতে থেকে সত্যের ঝান্ডা নিয়ে বেগবান এক তরীর কান্ডারী তিনি। তিনি যা বিশ্বাস করেন,অকপটে তাই প্রকাশ করেন।  নিজের মতবাদ বা বিশ্বাসকে সবার সামনে তুলে ধরতে তিনি কখনো কার্পন্য করেন না । আর এ জন্য সমালোচনার তীব্র তীরের আঘাত তাকে সহ্য করতে হলেও তাতে তিনি বিচলিত নন। তাঁর লক্ষ্যপাণে তিনি ছুটে চলেছেন তীব্র বেগের গতিতে।

সমাজ, বাংলাদেশ ও এই বিশ্বের আর্থ-সামজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক পরিমন্ডল ঘিরে কামরুল হাসান নাসিম তথা ঈশ্বরমিত্র দাবী করছেন, তিনি শ্রেষ্ঠ কিছু কাজ করে যাচ্ছেন, যা দিয়ে আমরা সবাই লাভবান বা উপকৃত হব। কেএইচএন ইন্টারন্যাশনাল বিজনেস লিমিটেড ফলত এই সেক্রেটারিয়েটের পৃষ্ঠপোষক। প্রতিষ্ঠানটি আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চললেও প্রকৃতির মানুষ হতে উদ্বুদ্ধ করে বলতে চায় যে, সময় ই কমার্স, ই গভরনেন্স যাই- ই পরিচিত করাক, সমন্বয় রেখেই সমাজকে রুখে দিয়ে ঈশ্বরের রাজ্যের চাবি পেতেই কাজ করতে হবে এখানে কর্মরত সকলকে।  

 

এদিকে কামরুল হাসান নাসিম মনে করছেন,  এই পৃথিবীর সামাজিক ক্রমবিকাশে যে মতবাদ রাখতে পারছেন বা পারবেন তা মানুষ নামের শ্রেণিকে প্রকৃত শেকড়ের সন্ধানে নিয়ে যেতে অনুপ্রাণিত করবে। তাঁর রাখা মত জীবদেরকে ঈশ্বরবাদী হয়ে জাগাবে। কেএইচএন সেক্রেটারিয়েট সুগভীর বিষয়বস্তু নিয়ে  বিশ্ববাসীর জন্য কল্যাণকর কর্মসূচী নিয়ে কাজ করছে। যারা সত্যান্বেষী, তাদের জন্যই কেএইচএন সেক্রেটারিয়েট। তোমরা কী সত্যান্বেষী হতে পারবে? যদি সেই অভিলাষে থাকো, তবে প্রত্যেকটা অহোরাত্রে কেএইচএন সেক্রেটারিয়েট সাইটে প্রবেশ করে নতুন কিছুর জন্য অপেক্ষারত থেকো… 

5 Comments

  1. Alex TM
    April 1, 2015 at 20:27
    Reply

    Dolorum nascetur quibusdam bibendum nesciunt torquent vehicula, nostra? Nisl? Excepteur repellat provident, laboriosam! Nullam vel.

    • Alex TM
      April 1, 2015 at 20:28
      Reply

      Corporis quasi dicta voluptates, rerum vero eos quaerat, quo aliqua voluptates suspendisse quod tempus! Interdum.

      • Alex TM
        April 1, 2015 at 20:28
        Reply

        Egestas molestias erat impedit blanditiis quam, proident rutrum iste? Illum? Aenean proin. Nostrum pretium, commodi.

Leave a Reply

Close
Close