Blog

Congue iure curabitur incididunt consequat

বরিশালের প্রতি বিসিবি’র কেন এত রাগ ?

নিজস্ব প্রতিবেদকঃ 

বুধবার (১১ ডিসেম্বর) থেকে মাঠে গড়াচ্ছে জনপ্রিয় বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি-২০ ক্রিকেটের জমজমাট আসর । যদিও বিপিএলের সপ্তম আয়োজনে থাকছে অনেক ব্যতিক্রম । এবার প্রথমেই বদলে গেছে আসরের নাম । স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে অনুষ্ঠিত হচ্ছে এবারের বিপিএল । তাই আসরের নামকরণ করা হয়েছে ‘বঙ্গবন্ধু বিপিএল’ ।

গত রবিবার (৮ ডিসেম্বর) হয়ে গেছে বঙ্গবন্ধু বিপিএলের জাঁকজমকপূর্ণ উদ্বোধন । জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা শেখ হাসিনা লীগের উদ্বোধন ঘোষণা করেন। আজ লীগের খেলা শুরু হবে। দুপুর দেড়টায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট থান্ডার লড়াই করবে। এই ম্যাচ দিয়ে বিপিএলের সপ্তম আসরের বল মাঠে গড়াবে। এরপর আরেকটি ম্যাচ রয়েছে। সন্ধ্যা সাড়ে ছয়টায় কুমিল্লা ওয়ারিয়র্স ও রংপুর রেঞ্জার্স মুখোমুখি হবে। দুটি ম্যাচই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

এবারের আসরে অংশ নিচ্ছে সাতটি দল । কিন্তু নেই কোন ফ্রেঞ্চাইজি । অর্থাৎ মালিকানাবিহীন দলগুলো নিয়ন্ত্রিত হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সরাসরি তত্ত্বাবধানে । যে কারণে এবার অনুষ্ঠিত হয় নি কোন খেলোয়াড় নিলাম । বরং প্লেয়ার ড্রাফ্‌টসের নামে লটারির মাধ্যমে নির্ধারিত হয়েছে কে কোন দলে খেলবে । এছাড়াও আগের নাম বদলে দলগুলোকে দেয়া হয়েছে নতুন নাম । সব মিলিয়ে এবারের বিপিএলে থাকছে অনেক পরিবর্তন ।

তবে আসরের দলগুলোর সাথে আছে স্পনসর কোম্পানি । একমাত্র কুমিল্লা ওয়ারিয়র্স ছাড়া বাকি দল স্পন্সর প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং বিসিবি থেকে দেয়া পরিচালকদের সমন্বয়ে পরিচালিত হবে। কুমিল্লা থাকছে পুরোপুরি বিসিবি’র অধীনে । বাকী ছয় দল হচ্ছে – ঢাকা প্লাটুন, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, রাজশাহী রয়্যালস, সিলেট থান্ডার, খুলনা টাইগার্স, রংপুর রেঞ্জার্স ।

ঢাকার নেতৃত্বে মাশরাফি বিন মর্তুজা এবং কোচ মোহাম্মদ সালাউদ্দিন আছেন। এছাড়া চট্টগ্রামের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ ও কোচ ইংল্যান্ডের পল নিক্সন, রাজশাহীর অধিনায়ক ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল ও কোচ ইংল্যান্ডের ওয়াইজ শাহ, সিলেটের অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত ও কোচ দক্ষিণ আফ্রিকার হার্শেল গিবস, খুলনার অধিনায়ক মুশফিকুর রহীম ও কোচ ইংল্যান্ডের জেমস ফোস্টার, রংপুরের অধিনায়ক আফগানিস্তানের মোহাম্মদ নবি ও কোচ নিউজিল্যান্ডের মার্ক ও’ডোনেল এবং কুমিল্লার অধিনায়ক শ্রীলঙ্কার দাসুন শানাকা ও কোচ ওয়েস্ট ইন্ডিজের ওটিস গিবসন আছেন। যদিও অধিনায়কদের আনুষ্ঠানিক ফটোসেশনে মাশরাফি ও নবি ছিলেন না। মাশরাফির পরিবর্তে মুমিনুল উপস্থিত থাকেন।

এদিকে এবারের বিশেষ বিপিএল আয়োজনেও নেই বরিশাল বিভাগের দল । আগের দুই বারের মত এবারেও বিপিএল অনুষ্ঠিত হচ্ছে বরিশালের প্রতিনিধি ছাড়াই । আগের দুইবার দেনা-পাওনা নিয়ে বরিশালের ফ্রেঞ্চাইজদের সাথে ঝামেলায় বিসিবি তাদের অংশ নেয়া রদ করে । কিন্তু এবার তো ফ্রেঞ্চাইজি নেই । তাহলে বিসিবি রাখতে পারত না বরিশলের একটা দল ?

বিসিবি’র বিবেচনায় সুযোগ না পাওয়ায় বরিশাল বিভাগে এখই হতাশা । এই বিভাগ থেকে জাতীয় দলে প্রতিনিধিত্ব করা ক্রিকেটাররাও প্রকাশ করেছেন নিজেদের হতাশা । এই নিয়ে ক্রিকেটার সোহাগ গাজী বলেন, \বরিশালের যারা খেলোয়াড় আছি এবং সেখানকার দর্শকরা চায় বরিশালের একটা দল থাকুক। ‘

বিসিবি’র নিজস্ব ব্যবস্থাপনায় কেন নেই বরিশাল ?

এই প্রশ্নের জবাবে বরিশাল থেকে নির্বাচিত বিসিবি’র পরিচালক আলমগীর হোসেন আলো বলেন, ‘বরিশাল বিভাগীয় টিম করার জন্য আমি বোর্ডের সবার কাছে আবেদন রেখেছি। তখন আমাকে চিঠিতে জানানো হয়েছে, আগের পরিচালকের কাছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ৬০ লাখ টাকা পায়। এজন্য আমাদের টিম তারা ঝুলিয়ে রেখেছে। ‘

কিন্তু প্রশ্ন হচ্ছে , দেনা পাওনার এই সমস্যা তো ফ্রেঞ্চাইজিদের সাথে । অথচ এবার নেই কোন ফ্রেঞ্চাইজি । বিসিবি ইচ্ছে করলেই রাখতে পারত বরিশালের একটি দল । তাতে আসরে দলের সংখ্যা যেমন বাড়ত , তেমনি বাড়ত প্রতিযোগিতা । সেই সাথে মিলত বরিশালের বিরাট সমর্থক গোষ্ঠী । অথচ এখন নিজেদের কোন দল না থাকায় বরিশালের জনগোষ্ঠীর একটা বিশাল অংশ মুখ ফিরিয়ে নিতে পারে বিপিএল থেকে , এমনটা বলেছেন অনেকেই ।

বরিশাল আগের ছয় আসরের মধ্যে খেলেছে চারবার । কখনও বরিশাল বার্নস কিংবা কখনও বরিশাল বুলস নামে । চারবারের মধ্যে দুইবার তারা খেলেছে বিপিএলের ফাইনালে । অর্থাৎ দল হিসেবেও তারা বেশ সফল । কিন্তু তারা নেই এবারের আয়োজনে !

সবচেয়ে বেশী হতাশা , এবারের বিপিএল আয়োজন হচ্ছে ‘বঙ্গবন্ধু জন্ম শতবার্ষিকী ‘ উদযাপন উপলক্ষে । আর এই দেশের স্বাধীনতায় রয়েছে বরিশালবাসীর বিশাল অবদান । ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলো বরিশালের সূর্যসন্তানরা। বীরশ্রেষ্ঠ মহিউদ্দীন জাহাঙ্গীর কিংবা মোস্তফা কামাল এই বৃহত্তর বরিশালেরই সন্তান। অথচ এবারের বঙ্গবন্ধুর নামে হতে যাওয়া বিশেষ বিপিএলে । নেই বরিশালের কোন দল !

অদ্ভুত , খুবই অদ্ভুত !

সূত্র-আহসান হাবীব সুমন/ক্রীড়ালোক 

5 Comments

  1. Alex TM
    April 1, 2015 at 20:27
    Reply

    Dolorum nascetur quibusdam bibendum nesciunt torquent vehicula, nostra? Nisl? Excepteur repellat provident, laboriosam! Nullam vel.

    • Alex TM
      April 1, 2015 at 20:28
      Reply

      Corporis quasi dicta voluptates, rerum vero eos quaerat, quo aliqua voluptates suspendisse quod tempus! Interdum.

      • Alex TM
        April 1, 2015 at 20:28
        Reply

        Egestas molestias erat impedit blanditiis quam, proident rutrum iste? Illum? Aenean proin. Nostrum pretium, commodi.

Leave a Reply

Close
Close