Blog

Congue iure curabitur incididunt consequat

কেএইচএন সেক্রাটারিয়েটের হেমন্ত উৎসব !!

কেএইচএন ডেস্কঃ

কামরুল হাসান নাসিম যেকোনো ধরণের উৎসব করতেও দারুণ পছন্দ করেন। তিনি মানুষকে আনন্দ দিতে খুবই পছন্দ করেন। কিন্তু তার কিছু আপত্তি আছে পহেলা বৈশাখ পালন করায় যা মানুষরা বানিয়েছেন। তিনি চায় না পহেলা বৈশাখকে বাংলা বছরের প্রথম মাস হিসেবে মানতে। তিনি বলে ” এটি একটি দুখের মাস”। এই মাসটি আমাদের ধ্বংস করে বলে বক্তব্য তার। তবে কেন আমাদের এই মাসকে পালন করতে হবে প্রতি বছর ১৪ই এপ্রিল হতে? কারণ এটি এমনই এক মাস যখন কাল বৈশাখী শুরু হয়। তখন কৃষকদের খুবই ক্ষতি হয়। সব রকম ফসল ধ্বংস করতে সক্ষম হয় এই কাল বৈশাখী। এবং এই সময় মানুষের শরীর থেকে খুবই বাজে ভাবে চামড়া ওঠা শুরু করে যা খুবই আপত্তিকর হয়ে দারায়।

 

তিনি বলেন, ” আমাদের হেমন্তকেই বাংলা বছরের প্রথম মাস বলে মানতে পারি পহেলা বৈশাখের পরিবর্তে”। তিনি আরও জানান যে, ” শরৎ এবং হেমন্ত এমন দুই মাস যেখানে স্রষ্টা অন্য রকম এক প্রকৃতি আমাদের উপহার দেন। কেজাই এটিকেই বাংলা বছরের প্রথম মাস বানানো উত্তম”। আমাদের এটি পালন করা উচিৎ কারণ, এটি অন্যরকম এক আবহাওয়া আমাদের উপহার দেয়। এই সময়, কৃষকেরা নতুন ফসল ফলায় এবং নানা ধরণের চাষ মূলত এই দুই মাসেই হয়। এতে করে কৃষকেরাও খুশী থাকে। এই সময়, প্রকৃতি তার অপরূপ সৌন্দর্য প্রকাশ করে থাকে। গাছের পাতা, ফুল এবং বাতাস, আমাদেরকে স্রষ্টার তার গৌরবময় সৃষ্টি দেখান।

Image result for pictures of autumn and late autumn in bangladesh

এই কারনেই কেএইচএন সেক্রেটারিয়েট এই হেমন্তের সময় একটি হেমন্ত মেলার ব্যবস্থা করছে। মানুষেরা দারুণ একটা সময় পার করতে পারবে। কেএইচএন সেক্রেটারিয়েট এই উদ্যাগ নিচ্ছে শুধু মাত্র মানুষের ভুল ধারণাকে সরিয়ে দিতে। সবাইকে সু-স্বাগত জানাবে কেএইচএন সেক্রেটারিয়েট। সবাই যেন অনেক আনন্দ করতে পারে এবং স্রষ্টার দেয়া প্রকৃতির এই উপহার উপভোগ করতেই মূলত এই আয়োজন।

এই মেলাটি তিন দিন চলবে। ২০, ২১ এবং ২২ নভেম্বর পর্যন্ত। মেলাতে ১৭টি স্টল থাকবে। সবাইকে সু-স্বাগত।

কেএইচএন/স-প-০০১

5 Comments

  1. Alex TM
    April 1, 2015 at 20:27
    Reply

    Dolorum nascetur quibusdam bibendum nesciunt torquent vehicula, nostra? Nisl? Excepteur repellat provident, laboriosam! Nullam vel.

    • Alex TM
      April 1, 2015 at 20:28
      Reply

      Corporis quasi dicta voluptates, rerum vero eos quaerat, quo aliqua voluptates suspendisse quod tempus! Interdum.

      • Alex TM
        April 1, 2015 at 20:28
        Reply

        Egestas molestias erat impedit blanditiis quam, proident rutrum iste? Illum? Aenean proin. Nostrum pretium, commodi.

Leave a Reply

Close
Close