Blog

Congue iure curabitur incididunt consequat

সাহসী রোনালদো সবার সেরা

নিজস্ব প্রতিবেদকঃ 

ক্রীড়া ইতিহাসের সর্বকালের সেরাদের একজন উসাইন বোল্ট । ট্র্যাক এন্ড ফিল্ডে ঝড় তোলা বোল্টের ভক্তের অভাব নেই সাড়া দুনিয়া জুড়ে । অথচ সেই বোল্ট যখন বলেন , তিনি ফুটবলার রোনালদোর ভক্ত ; সেটা পায় আলাদা মাত্রা ।

সম্প্রতি জ্যামাইকার কিংবদন্তী এথলেট উসাইন বোল্ট দিলেন এমনই স্বীকারোক্তি । ফুটবল ভক্ত হিসেবে বোল্টের আছে আলাদা পরিচত । ‘ ট্র্যাক এন্ড ফিল্ড’ থেকে অবসর নেয়ার পর ফুটবলার হবার চেষ্টাতেও ছিলেন । খেলতে চেয়েছিলেন , প্রিয় ক্লাব ম্যানচেস্টার ইউর হয়ে । যদিও সেই ইচ্ছে তার পূরণ হয় নি ।

ফিফার ওয়েব সাইটে বোল্ট জানিয়েছেন , ‘ আমি এথলেট হিসেবে অবসর নেয়ার পর ফুটবলার হতে চেয়েছি । যদিও সেটা আর সম্ভব হবে বলে মনে হয় না । কারণ এ বয়সে আর হাজার ব্যস্ততার মধ্যে আমি আর সময় দিতে পারছি না। তাই পেশাদার ফুটবলার হিসেবে আর মাঠে নামব না। তবে ফুটবলকে আমি ভালবাসি । তাই সুযোগ পেলেই চ্যারিটি ম্যাচ খেলব । ‘

ফুটবল বিশ্বে এক যুগের বেশী সময় ধরে লিওনেল মেসি নাকি ক্রিস্টিয়ানো রোনালদো সেরা – এমন তর্ক চলে আসছে । এই নিয়ে কথা বলেন উসাইন বোল্ট ।

আটবারের অলিম্পিক পদকজয়ী বোল্ট জানান , ‘ এই প্রশ্ন আমাকে অনেকেই করে । দুজনেই জিনিয়াস । কিন্তু আমি রোনালদোর ভক্ত । কারণ মেসির চেয়ে রোনালদো নিজেকে ভিন্ন পরিবেশে প্রমাণ করেছে বেশী । রোনালদো ইংল্যান্ড , স্পেনে নিজেকে প্রমাণ করেছে । এখন সে ইটালির চ্যালেঞ্জ নিয়েছে । এটা অনেক বড় সাহসের ব্যাপার । ‘

আসন্ন ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারের জন্য রোনালদো আর মেসির সাথে লড়াইয়ে আছেন ভার্জিল ভ্যান ডাইক । কে জিতবে এবারের পুরস্কার , এমন প্রশ্নের উত্তরে বোল্টের জবাব , ‘ ভ্যান ডাইক তো উইয়েফার বর্ষসেরা হয়েছে । সে ফিফার বিবেচনায়ও সেরা হতে পারে । কিন্তু ম্যান ইউর ভক্ত হিসেবে আমি চাই রোনালদো জিতুক ফিফা’র বর্ষসেরা ফুটবলারের খেতাব । আমি তাকেই ভোট দেব , সুযোগ থাকলে । ‘

নিজের জন্য ৪*১০০ মিটার স্প্রিন্টের দল গড়তে কোন ফুটবলারদের নেবেন বোল্ট , এঈ বিষয়ে বেশী না ভেবে জ্যামাইকান কিংবদন্তী জানান , ‘ আমার সাথে দৌড়াতে কিলিয়ান এমবাপ্পে , গ্যারেথ বেল এবং রোনালদোকে সাথে নেব । এটা হবে স্বপ্নের স্প্রিন্ট দল । ‘

ভবিষ্যতের তারকাদের কথা বলতে গিয়ে বোল্ট জানান , ‘ এমবাপ্পে , নেইমার তারা ইতোমধ্যে বড় তারকা । তবে আমি অপেক্ষা করছি ম্যাথিউ ডি লিট , ফ্রাংকি ডি ইয়ং আর জাডন সাঞ্চোর আগামী দিনে কি করে , সেটা দেখার জন্য । এছাড়া রিয়েল মাদ্রিদের ইডেন হ্যাজার্ড আর ইংল্যান্ডের রাহিম স্টারলিং অনেকদূর যাবে বলে আমার বিশ্বাস । তাদের সুযোগ আছে সেরাদের সেরা হবার । ‘

সূত্র-ক্রীড়ালোক 

5 Comments

  1. Alex TM
    April 1, 2015 at 20:27
    Reply

    Dolorum nascetur quibusdam bibendum nesciunt torquent vehicula, nostra? Nisl? Excepteur repellat provident, laboriosam! Nullam vel.

    • Alex TM
      April 1, 2015 at 20:28
      Reply

      Corporis quasi dicta voluptates, rerum vero eos quaerat, quo aliqua voluptates suspendisse quod tempus! Interdum.

      • Alex TM
        April 1, 2015 at 20:28
        Reply

        Egestas molestias erat impedit blanditiis quam, proident rutrum iste? Illum? Aenean proin. Nostrum pretium, commodi.

Leave a Reply

Close
Close