প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন আজ বুধবার (২৮ সেপ্টেম্বর)। বিশেষ এ দিনকে ঘিরে বিটিভিসহ বেসরকারি নানা চ্যানেলে রয়েছে নানা আয়োজন। তারই ধারাবাহিকতায় সন্ধ্যা ৬টা ১০ মিনিটে চ্যানেল আই সম্প্রচার করবে প্রধানমন্ত্রীকে নিয়ে বানানো প্রামাণ্য চলচ্চিত্র ‘শেখ হাসিনা: এ ট্রু লিজেন্ড’। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন চলচ্চিত্রটির নির্মাতা আয়েশা এরিন।
প্রামাণ্য চলচ্চিত্রটি প্রযোজনা করেছে প্রযোজনা প্রতিষ্ঠান বৈষ্টমী। পরিচালক আয়েশা এরিন এই প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী। তিনি বলেন, ‘আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন। আমরা বৈষ্টমী পরিবার মনে করছি, তার জন্মদিন ঘিরে জনমনে উচ্ছ্বাস থাকুক। সেই উচ্ছ্বাসের অংশ হিসেবে চ্যানেল আইয়ে ‘শেখ হাসিনা: এ ট্রু লিজেন্ড’ সম্প্রচারিত হচ্ছে।’
এর আগে সোমবার প্রামাণ্য চলচ্চিত্রটি বৈষ্টমীর ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়। নির্মাতা আয়েশা এরিন জানান, ‘প্রামাণ্য চলচ্চিত্রটিতে বিদেশি গণমাধ্যম যেভাবে শেখ হাসিনার জীবন পরিক্রমাকে দেখে, তা স্থান পেয়েছে। একজন শেখ হাসিনার নেতৃত্ব নিয়ে গবেষণা করে তার রাজনীতিক হওয়া এবং শাসক হয়ে কী কী গুণাবলী চরিত্র নিয়ে তিনি অদম্য সত্তা হতে পেরেছেন, সেসব জায়গা পেয়েছে।’
ইতিহাসের ক্ষণজন্মা দার্শনিকদের মতবাদ ঘিরে শেখ হাসিনার রাজনৈতিক জীবনের পথ বিস্তৃত কি না, তা দেখতে চলচ্চিত্রটি দেখতে হবে বলে মনে করছেন নির্মাতা আয়েশা এরিন। তিনি এও জানান, প্রামাণ্য চলচ্চিত্রটিতে শেখ হাসিনার রাজনৈতিক জীবনের বর্ণনা দেওয়ার জন্য আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এ এইচ এম খায়রুজ্জমান লিটনকে রাখা হয়েছে।
আয়শা এরিন জানান, চলচ্চিত্রটির শুটিং করা হয়েছে ইউরোপ ও বাংলাদেশের বিভিন্ন লোকেশনে। তিনি বলেন, ‘৪০ মিনিট দৈর্ঘ্যের এই প্রামাণ্য চলচ্চিত্রটি সারাদেশের অন্তত ৮ কোটি মানুষ দেখতে পারলে আমরা সার্থক হব।’
প্রামাণ্য চলচ্চিত্রটিতে আবহ সংগীত পরিচালনা করেছেন নবান্ন ব্যান্ড কে এইচ এন টিউন। এছাড়া এখানে রেজওয়ানা চৌধুরী বন্যা ও কৃষ্ণকলির জনপ্রিয় দুটি গান রয়েছে। জায়গা পেয়েছে দুটি কবিতা। সম্পাদনায় রয়েছেন জনি গোমেজ। আয়শা বলেন, ‘শেখ হাসিনাকে যথাযথভাবে নতুন প্রজন্মের কাছে কিংবা অনাগত প্রজন্মের জন্য তুলে ধরার জন্যই এই প্রয়াস।’
সুত্রঃ ঢাকা টাইমস
লিংকঃ https://www.dhakatimes24.com/2022/09/28/280771
কেএইচএন/স্প-০৪৩
5 Comments
Alex TM
Dolorum nascetur quibusdam bibendum nesciunt torquent vehicula, nostra? Nisl? Excepteur repellat provident, laboriosam! Nullam vel.
Alex TM
Corporis quasi dicta voluptates, rerum vero eos quaerat, quo aliqua voluptates suspendisse quod tempus! Interdum.
Alex TM
Egestas molestias erat impedit blanditiis quam, proident rutrum iste? Illum? Aenean proin. Nostrum pretium, commodi.