নিজস্ব প্রতিবেদকঃ
শেষ হয়েছে উইয়েফা চ্যাম্পিয়ন্স লীগের নক আউট পর্ব । আগামী বৃহস্পতিবার (১৩ আগস্ট) থেকে মাঠে গড়াচ্ছে ইউরোপের সবচেয়ে বড় ক্লাব ফুটবল আসরের কোয়ার্টার ফাইনাল পর্ব । তবে এবারেই প্রথম চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার বাকী অংশ অনুষ্ঠিত হবে এক লেগে । আর সব খেলা আয়োজিত হবে পর্তুগালে । শেষ আটের প্রথম দিনেই মুখোমুখি হবে ফ্রান্সের চ্যাম্পিয়ন পিএসজি আর ইটালিয়ান ক্লাব আটালান্টা । বাংলাদেশ সময় রাত একটায় ম্যাচ শুরু হবে লিসবনের স্তাদে ডি লুইজে ।
নামে কিংবা ধারে-ভারে পিএসজির সাথে কোন তুলনা হয় না আটালান্টার । পিএসজিতে আছেন নেইমার জুনিয়র , কিলিয়ান এমবাপ্পে , আনহেল ডি মারিয়া , মাউরো ইকার্দি , থিয়াগো সিলভা আর কেইলর নাভাসের মত বিশ্বতারকা । অন্যদিকে আটালান্টাকে বলা যায় ২০১৯-২০ মৌসুমের ‘সারপ্রাইজিং প্যাকেজ’ ।
পিএসজি যেখানে কাতারের ধনকুবের নাসের আল খেলাইফির মালিকানায় বিশ্বের অন্যতম ধনী ক্লাব , সেখানে আটালান্টা নেই ধারেকাছেও । কিন্তু সেই আটালান্টাই এবার চমক দেখিয়েছে ইটালিয়ান ফুটবলে । প্রায় অখ্যাত এক দল নিয়ে সিরি ‘এ’ লীগে পেয়েছে তৃতীয় স্থান । তারা ৩৮ ম্যাচ শেষে পেয়েছে ৭৮ পয়েন্ট , যেখানে চ্যাম্পিয়ন জুভেন্টাসের ছিল ৮৩ পয়েন্ট । শুধু তাই না , একের পর এক চমক দেখিয়ে লীগের সবচেয়ে বেশী ৯৮ গোল করেছে এই দলটি ।
এদিকে বিশ্বের সবচেয়ে ধনী আর আলোচিত ক্লাব হয়েও পিএসজি কখনও চ্যাম্পিয়ন্স লীগের সেমি ফাইনালে উঠতে পারে নি । অন্যদিকে এবারেই প্রথম ইউরোপের সেরা আসরে অংশ নিয়ে শেষ আটে খেলছে আটালান্টা । তাই নামে আর ধারে এগিয়ে থাকা পিএসজির সাথে তাদের হারাবার কিছু নেই – এমন ভাবনায় আটালান্টা বড় কোন অঘটন ঘটিয়ে আরও এগিয়ে গেলে অবাক হবার কিছু নেই ।
তবে ম্যাচে কি হবে – সেটা ১৩ আগস্টের আগে বলা যাচ্ছে না । কিন্তু তাঁর আগে যে বিশ্লেষণ উঠে আসছে সেটা বেশ চমকপ্রদ । ইটালির ‘লা গেজেত্তা ডেল স্পোর্টস’ জানিয়েছে , আটালান্টা ক্লাবের খেলোয়াড়দের বার্ষিক যে বেতন ভাতা দেয়া হয় ; তাঁর তুলনায় পিএসজির নেইমারের একক আয় অনেক বেশী !
লা গেজেত্তা’র প্রতিবেদন বলছে , পিএসজি থেকে নেইমার বার্ষিক বেতন পান ৩৬ মিলিয়ন ইউরো । অন্যদিকে আটালান্টার পুরো স্কোয়াড মিলে বেতন পায় ৩৩ মিলিয়ন ইউরোর কিছু বেশী !
আটালান্টা দলে সবচেয়ে বেশী বেতন-ভাতা পান অধিনায়ক আলেজান্দ্রো পাপু গোমেজ , লুইস মুরিয়েল আর ডুভান জাপাতা । তাদের বেতন ১.২ মিলিয়ন করে । বছর শেষে বোনাস আর অন্যান্য সুবিধা মিলে তাদের আয় দাঁড়াবে ১.৮ মিলিয়ন ইউরোর মত । পুরো স্কোয়াড মিলিয়েও পিএসজির নেইমারের সমান খরচ করতে হয় না ক্লাবটিকে ।
নেইমার ছাড়াও পিএসজির এমবাপ্পে বার্ষিক বেতন পান ১৬ মিলিয়ন ইউরো । আর থিয়াগো সিলভা ১১ মিলিয়ন ইউরো । এমবাপ্পে , ইকার্দি আর নেইমারের আক্রমণভাগের পেছনে পিএসজির বেতন ঢালতে হয় ৫৫ মিলিয়ন ইউরোর বেশী । অন্যদিকে আটালান্টা তাদের ফরোয়ার্ড লাইনে গোমেজ , মুরিয়েল আর জাপাতার পেছনে ব্যয় করে পাঁচ মিলিয়ন ইউরো !
সূত্র-আহসান হাবীব সুমন/ক্রীড়ালোক
5 Comments
Alex TM
Dolorum nascetur quibusdam bibendum nesciunt torquent vehicula, nostra? Nisl? Excepteur repellat provident, laboriosam! Nullam vel.
Alex TM
Corporis quasi dicta voluptates, rerum vero eos quaerat, quo aliqua voluptates suspendisse quod tempus! Interdum.
Alex TM
Egestas molestias erat impedit blanditiis quam, proident rutrum iste? Illum? Aenean proin. Nostrum pretium, commodi.