নিজস্ব প্রতিবেদকঃ
করোনা মহামারীর বিপর্যয় সামাল দিয়েও একে একে পর্দা নামতে শুরু করেছে ইউরোপের ঘরোয়া ফুটবল আসরগুলোর । আগামী মাসে উইয়েফা চ্যাম্পিয়ন্স লীগ দিয়ে শেষ হচ্ছে ইউরোপের ক্লাব ফুটবল মৌসুম । ইতোমধ্যেই ২০১৯-২০ মৌসুমে স্প্যানিশ লা লীগায় রিয়েল মাদ্রিদ , ইংলিশ প্রিমিয়ার লীগে লিভারপুল , জার্মানির বুন্দেস লীগায় বায়ার্ন মিউনিখ আর মাঝপথেই ইতি টানা ফ্রেঞ্চ লীগ ওয়ানে শিরোপা জিতেছে প্যারিস সেইন্ট জার্মেই । এখনও শীর্ষ পাঁচ ইউরোপিয়ান ঘরোয়া লীগের মধ্যে শুধু ইটালিয়ান সিরি ‘এ’ র শিরোপা নির্ধারণ বাকী ।
করোনা বিরতির পর সবার আগে মাঠে ফেরা জার্মানির বুন্দেস লীগা শেষ হয়েছে সবার আগেই । টানা অষ্টমবারের মত লীগ শিরোপা জিতে জার্মানিতে নিজেদের আধিপত্য ধরে রেখেছে বায়ার্ন মিউনিখ । সব মিলিয়ে বায়ার্নের এটি ৩০তম লীগ শিরোপা । আসরে ৩৪ গোল করে সেরা গোলদাতার সাথে সাথে মৌসুমের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বায়ার্নের রবার্ট লেভেন্ডস্কি । এই পোলিশ তারকা ইউরোপিয়ান ‘গোল্ডেন-শ্যু’ জয়ের দৌড়েও সবার চেয়ে এগিয়ে আছে ।
সদ্য-সমাপ্ত বুন্দেস লীগায় তরুণ খেলোয়াড়দের ঝলসে উঠতে দেখা গেছে , যা ভবিষ্যতের জন্য সুখবর । আর্লিং হাল্যান্ড , জ্যাডন সাঞ্চো , কাইল হাভার্টজ , লেরয় সানে আর জশুয়া কিমিশরা ছিলেন বছর জুড়ে আলোচিত । বলতে গেলে , ২০১৯-২০ মৌসুমে এই ফুটবলারদের সবাই পেয়ে গেছেন তারকাখ্যাতি । যে কারণে আগামী মৌসুমের দলবদলে এসব খেলোয়াড়দের নিয়ে বড় ক্লাবগুলোর মধ্যে পড়ে গেছে টানাটানি । সেই সাথে হুড়মুড় করে বাড়ছে এই তরুণ খেলোয়াড়দের পারিশ্রমিক আর ট্র্যান্সফার ফি’ ।
বুরুশিয়া ডর্টমুণ্ডের আর্লিং হাল্যান্ডের কথাই ধরা যাক । নরওয়ের এই তরুণের বয়স মাত্র ২০ বছর । ২০১৯-২০ মৌসুমের আগেও ফুটবল দুনিয়ায় তিনি ছিলেন অনেকটাই অপরিচিত । অথচ তিনি এখন ইউরোপের ‘হট-কেক’ তরুণ প্রতিভা । চলমান মৌসুমে হাল্যান্ড খেলেছেন দুইটি দলের হয়ে । প্রথমভাগে মাতিয়েছেন অস্ট্রিয়ান রেড বুল সুলজবার্গের হয়ে । ডিসেম্বর পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ২২ ম্যাচে ২৮ গোল । যার মধ্যে উইয়েফা চ্যাম্পিয়ন্স লীগের গ্রুপ পর্বে ছিল আট গোল । আর অস্ট্রিয়ান লীগে ১৬ ম্যাচে ১৭ গোল ।
নজরকাঁড়া পারফর্মেন্সে চলতি বছরের জানুয়ারিতে হাল্যান্ড যোগ দেন বুন্দেস লীগায় । মাত্র ২০ মিলিয়ন ইউরোর বিনিময়ে তাকে কিনে নেয় বুরুশিয়া ডর্টমুণ্ড । বুন্দেস লীগাতেও দাপট দেখিয়েছেন হাল্যান্ড । ১৫ ম্যাচ খেলে করেছেন ১৩ গোল । চ্যাম্পিয়ন্স লীগে আছে আরও দুইটি গোল । সব মিলিয়ে ২০১৯-২০ মৌসুমে তাঁর গোলের সংখ্যা ৪০ ম্যাচে ৪৪টি , এসিস্ট ১০টি ।
পারফর্মেন্স বিচারে ইউরোপের সেরা তরুণ খেলোয়াড়দের একজন এখন হাল্যান্ড । ফিফা বা ব্যালন ডি অর’ বাতিল না হলে ‘গোল্ডেন-বয়’ পুরস্কারে তিনি থাকতেন শীর্ষ পর্যায়ে । কিন্তু করোনার কারণে সেই সুযোগ হারালেও হাল্যান্ডের মুল্য এখন আকাশছোঁয়া । তাকে পেতে এখন যে কোন দলকে গুনতে হবে কমপক্ষে ৭২ মিলিয়ন ইউরোর ট্র্যান্সফার ফি ।
বুরুশিয়া ডর্টমুণ্ডের আরেক তরুণ জ্যাডন সাঞ্চো লীগে ১৭ গোল আর ১৬ এসিস্ট করে দারুণ আলোচিত । ২০১৭ সালে তিনি যখন ম্যানচেস্টার সিটি থেকে জার্মানিতে আসেন , তখন তাঁর মুল্য ছিল মাত্র ১১ মিলিয়ন ইউরো । শুরুতে বুরুশিয়ার ‘বি’ দলের হয়ে খেলা সাঞ্চো এখন মুল দলের অবিচ্ছেদ্য অংশ । চলমান মৌসুমেই সব মিলিয়ে খেলেছেন ৪৪ ম্যাচ , করেছেন ২০ গোল । ইংলিশ এই তরুণকে পাওয়ার জন্য মুখিয়ে আছে ম্যানচেস্টার ইউনাইটেড । কিন্তু তাকে কোনভাবেই ১১৭ মিলিয়ন ইউরোর কমে বিক্রি করবে না ডর্টমুণ্ড ।
বছরের আরেক আলোচিত ফুটবলার কাই হাভার্টজ । ২১ বছরের এই এটাকিং মিডফিল্ডার স্বাচ্ছন্দ্যে খেলতে পারেন উইঙ্গার হিসেবেও । এমনকি খেলতে পারেন সেন্টার-ফরোয়ার্ড হিসেবেও । ২০১৬ থেকে আছেন বায়ার লেভারকুসেনে । সব মিলিয়ে ১৪৮ ম্যাচে করেছেন ৪৫ গোল । তবে ২০১৯-২০ মৌসুমে আলাদাভাবে নিজেকে চিনিয়েছেন হাভার্টজ । পুরো মৌসুমে তাঁর গোলের সংখ্যা ১৭টি আর লীগে এসিস্ট চারটি । ইংলিশ জায়ান্ট চেলসির নজর এখন এই জারমান তরুণের দিকে । কিন্তু তাকে ৮১ মিলিয়ন নীচে ছাড়তে রাজী না লেভারকুসেন ।
জার্মান জাতীয় দলের হয়ে ৪৮ ম্যাচ খেলে তিন গোল করা জশুয়া কিমিশ আগে থেকেই বড় তারকা । ২০১৫-১৬ মৌসুম থেকে বায়ার্নের হয়ে খেলে ফেলেছেন ২১৮ ম্যাচ । করেছেন ২৩ গোল আর ৫৩ এসিস্ট । বায়ার্ন তাঁর বাজারমুল্য ধরেছে ৭৫ মিলিয়ন ইউরো ।
উপরে যাদের কথা বলা হয়েছে , একমাত্র কিমিশ ছাড়া বাকীদের ক্যারিয়ার মাত্র শুরু । কিন্তু এখনই তাদের বাজারমুল্য আকাশছোঁয়া । আর সেটা তাদের পারফর্মেন্সের কারণে । আগামী দিনের নিজেদের আরও ধারালো করে এই তরুণরা উঠে আসবেন বিশ্বসেরাদের কাতারে , এমন প্রত্যাশা বিশেষজ্ঞদের ।
সূত্র-ক্রীড়ালোক
5 Comments
Alex TM
Dolorum nascetur quibusdam bibendum nesciunt torquent vehicula, nostra? Nisl? Excepteur repellat provident, laboriosam! Nullam vel.
Alex TM
Corporis quasi dicta voluptates, rerum vero eos quaerat, quo aliqua voluptates suspendisse quod tempus! Interdum.
Alex TM
Egestas molestias erat impedit blanditiis quam, proident rutrum iste? Illum? Aenean proin. Nostrum pretium, commodi.