নিজস্ব প্রতিবেদকঃ
১৪ বছর পর প্রথম ক্রিকেটার হিসেবে বিবিসি’র (ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন)দেয়া বর্ষসেরা ক্রীড়া ব্যক্তিত্বের পুরস্কার জিতেছেন বেন স্টোকস । ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের অন্যতম কারিগর ছিলেন স্টোকস । সেই স্বীকৃতি তিনি পেয়েছেন বিবিসি’র দেয়া পুরস্কারে ।
চলতি বছরেই নিজ দেশের মাটিতে ইতিহাসে প্রথমবারের মত আইসিসি ওয়ানডে বিশ্বকাপ জিতেছে ইংল্যান্ড । লর্ডসে অনুষ্ঠিত ফাইনালে স্বাগতিক ইংল্যান্ড শ্বাসরুদ্ধকর সুপার ওভারে হারায় নিউজিল্যান্ডকে । সেই ফাইনালের সেরা ছিলেন বেন স্টোকস । এছাড়া বিশ্বকাপ পরবর্তী অ্যাশেজ সিরিজের তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে করেন ১৩৫ রান । দ্বিতীয় ইনিংসে তার সেই ঐতিহাসিক সেঞ্চুরিতে ইংলিশরা ১ উইকেটে হারায় অজিদের । অথচ সেই ম্যাচেরই প্রথম ইনিংসে ৬৭ রানে অল আউট হয়েছিল ইংল্যান্ড ।
বিশ্বকাপে ৬৬.৪২ গড়ে ৪৬৫ রান করেছেন স্টোকস । হাফসেঞ্চুরি করেন পাঁচটি । আর অ্যাশেজে দুইটি সেঞ্চুরির সাথে দুইটি হাফ সেঞ্চুরিতে করেন ৪৪১ রান ।
সব মিলিয়ে স্বপ্নের মত একটি মৌসুম কাটিয়ে বিবিসি’র বিচারে বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার জিতেছে স্টোকস ।
শুধু স্টোকস একাই নন, বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড দলটাকে বর্ষসেরা দল হিসেবে ভূষিত করেছে বিবিসি। একইসঙ্গে বিশ্বকাপের ফাইনাল ম্যাচে মার্টিন গাপটিলকে রান আউট করার মুহূর্তটিকে বর্ষসেরা মুহূর্ত হিসেবে পুরষ্কৃত করা হয়েছে।
বর্ষসেরা ক্রীড়াব্যক্তিত্বের দৌড়ে স্টোকসের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ফর্মুলা ওয়ান ড্রাইভার লুইস হ্যামিলটন। এছাড়া তৃতীয় হয়েছেন স্প্রিন্টার দিনা অ্যাশার স্মিথ।
ম্যানচেস্টার সিটির ইংলিশ তারকা রহিম স্টারলিং আর হেপটাথলনের বিশ্বচ্যাম্পিয়ন ক্যাটরিনা জনসন-থমসন ছিলেন পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় ।
২০০৫ সালে ক্রিকেটার হিসেবে সর্বশেষ বিবিসি’র বর্ষসেরা ক্রীড়াব্যক্তিত্ব হয়েছিলেন আরেক অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফ। এ দুইজনের আগে ক্রিকেট থেকে বর্ষসেরা ক্রীড়াব্যক্তিত্ব নির্বাচিত হয়েছিলেন জিম লেকার (১৯৫৬), ডেভিড স্টিল (১৯৭৫) এবং স্যার ইয়ান বোথাম (১৯৮১)।
সূত্র-ক্রীড়ালোক
5 Comments
Alex TM
Dolorum nascetur quibusdam bibendum nesciunt torquent vehicula, nostra? Nisl? Excepteur repellat provident, laboriosam! Nullam vel.
Alex TM
Corporis quasi dicta voluptates, rerum vero eos quaerat, quo aliqua voluptates suspendisse quod tempus! Interdum.
Alex TM
Egestas molestias erat impedit blanditiis quam, proident rutrum iste? Illum? Aenean proin. Nostrum pretium, commodi.