সময় প্রবাহিত হয়। সময়কে চিহ্নিত করে তার সংকটগুলো প্রকাশ করেন কবি-লেখক, শিল্পী ও সংস্কৃতিকর্মীরা। সময়ের সঙ্গে পথ চলতে থাকা মানুষও তখন সময়কে চিনে নিতে কিছুক্ষণ থমকে দাঁড়ায় যাত্রা বিরতি দেয় কবি কিংবা শিল্পীর জন্য।
রাজধানীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হলো বহুমুখী প্রতিভা কবি ও আবৃত্তিশিল্পী কামরুল হাসান নাসিমের কবিতার চারটি অ্যালবামের মোড়ক উন্মোচন। অনুষ্ঠিত হলো একক আবৃত্তি সন্ধ্যা। নাসিমের মনোমুগ্ধকর আবৃত্তি ও বাঁশি ও সেতারে মেতেছিল গত বৃহস্পতিবারের সেই সন্ধ্যা।
অনুষ্ঠানের শুরুতেই অ্যালবামগুলোর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। বাংলা কবিতার তিনটি অ্যালবাম ‘নেত্র’, ‘বাহির’, ‘মেঘ’ আর ইংরেজি কবিতার ‘লুসিফার’ শীর্ষক অ্যালবামে ঠাঁই পেয়েছে নাসিমের পঁয়তাল্লিশটি কবিতা।
অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে অ্যালবামগুলোর মোড়ক উন্মোচন করেন জাতীয় গ্রন্থকেন্দ্রের উপপরিচালক সুহিতা সুলতানা, সাংবাদিক ও কলামিস্ট জব্বার হোসেন, হাইওয়ে ব্যান্ডের ভোকাল ইথার, কেএইচএন সেক্রেটারিয়েটের সিইও আয়শা এরিন প্রমুখ।
বক্তারা বলেন, ‘কামরুল হাসান নাসিম নাসিমের কবিতা উঠে এসেছে গভীর দর্শন, রাজনৈতিক সচেতনতা ও সমাজ, রাস্ট্র ও মানুষ ও প্রাণ প্রকৃতির সংকটগুলো। যা তার আবৃত্তির মধ্য দিয়ে নতুন একমাত্রায় আমাদের সামনে হাজির করে।’
নাসিম জানান, অ্যালবামগুলোতে তিনি চেষ্টা করেছেন যতটা সম্ভব সহজ ও আবৃত্তিযোগ্য কবিতাগুলো রাখার। যাতে মানুষের কাছে তা সহজে পৌঁছায়।
নাসিম বলেন, ‘আমাদের সাহিত্য ও সাংস্কৃতিক জগতে একটা বন্ধাকাল চলছে। মৌলিক সৃষ্টির ক্ষরা চলছে। প্রভাবসর্বস্ব সৃষ্টিতে মেতেছেন আমাদের শিল্পীরা। শুধু চিত্ররূপময় কবিতা আমি লিখিনি। আমি বলতে চেয়েছি আমার যা বলার। কারো দ্বারা প্রভাবিত হয়ে নয়, এসব আমার স্বতন্ত্র মৌলিক উচ্চারণ। জনপ্রিয়তা আমাকে স্পর্শ করে না। কিন্তু আমি জানি সময় আমাকে খুঁজে নিতে হবে। আবৃত্তির ক্ষেত্রেও বলবো, আমি ধারা ভেঙে নতুন করে কিছু করতে চেয়েছি। সমঝদার শ্রোতারা নিশ্চয়ই তা বুঝতে পারবেন।’
নাসিম আরও বলেন, ‘আমি মনে করছি, এখন আমার দেয়ার সময়। সাহিত্য-শিল্প সংস্কৃতি, রাজনীতিসহ ২২টি অঙ্গনের মাধ্যমে আমি পৃথিবীকে আমার উপলব্ধিজাত সত্য এবং দর্শনগুলো দিয়ে যেতে চাই।’
মোড়ক উন্মোচন পর্ব শেষে নাসিম তার বেশ কয়েকটি কবিতা আবৃত্তি করে শোনান। এসময় তার সঙ্গে ছিল কে এইচ এন টিউন ক্ল্যাসিক উইং। নাসিমের কন্ঠের সঙ্গে গিটারে তৌহিদ, সেতারে শ্রাবণ, বাঁশিতে জাবিউল ইসলাম ও কি বোর্ডে দীপু সঙ্গত করেন।
সুত্রঃ ঢাকা টাইমস
লিংকঃ https://www.dhakatimes24.com/2023/09/02/322182
5 Comments
Alex TM
Dolorum nascetur quibusdam bibendum nesciunt torquent vehicula, nostra? Nisl? Excepteur repellat provident, laboriosam! Nullam vel.
Alex TM
Corporis quasi dicta voluptates, rerum vero eos quaerat, quo aliqua voluptates suspendisse quod tempus! Interdum.
Alex TM
Egestas molestias erat impedit blanditiis quam, proident rutrum iste? Illum? Aenean proin. Nostrum pretium, commodi.